বাড়াদী ইউনিয়নে কোন হাসপাতাল নেই। তবে বাড়াদী ইউনিয়নে একটি একটি হাসপাতালের দরকার আছে। শুধু তাই নয় প্রতিটি ইউনিয়নে একটি করে হাসপাতাল থাকা উচিৎ। অনেক সময় বাড়াদী ইউনিয়নের কোন মানুষের জরুরি প্রয়োজনে হাসপাতাল পযন্ত পৌঁছাতে অনেক দুঘটনা ঘটে যায়। বাড়াদী ইউনিয়নের মানুষকে কোন সময় হাসপাতালে নিয়ে যেতে হলে হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল অথবা হারদী হাসপাতালে নিয়ে যেতে হয়।৫ টি কমিউনিটি ক্লিনিক আছে। যেখান থেকে ছোট খাটো অসুখের জন্য এলাকার লোকজন সেবা নিতে পারে।
বাড়াদী ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের তালিকাঃ
ক্রমিক নং | নাম | অবস্থান |
১ | নতিডাঙ্গা কমিউনিটি ক্লিনিক | নতিডাঙ্গা |
২ | অনুপনগর কমিউনিটি ক্লিনিক | অনুপনগর |
৩ | আঠারখাদা কমিউনিটি ক্লিনিক | আঠারখাদা |
৪ | পোলতাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক | পোলতাডাঙ্গা |
৫ | বাড়াদী কমিউনিটি ক্লিনিক | বাড়াদী |
কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্য সহকারী বৃন্দঃ
ক্রমিকনং | নাম | গ্রাম | প্রতিষ্ঠান | মোবাইলনং |
১ | মোঃ ওয়ায়েছুর রহমান | গোয়ালবাড়ী | অনুপনগর কমিউনিটি ক্লিনিক | ০১৯১৩১২৫৮৫০ |
২ | মোঃ জিয়াউর রহমান | সোনাতনপুর | নতিডাঙ্গা কমিউনিটি ক্লিনিক | ০১৭৩৬৮৬৫১৬৪ |
৩ | মোঃ হারুন-আর-রশিদ | গড়চাপড়া | অনুপনগর কমিউনিটি ক্লিনিক | ০১৯১১২২৮৬৬৮ |
৪ | মোঃ আসাবুল হক | উদয়পুর | আঠারখাদা কমিউনিটি ক্লিনিক | ০১৭২৪-৯৫৯১৯৭ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS