বাড়াদী ইউনিয়নে একটি আবাসন আছে।বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামে মাথাভাঙ্গা নদীর তীরে আবাসনটি অবস্থিত। এই আবাসনে বাড়াদী ইউনিয়নসহ বেশ কিছু ইউনিয়নের ভূমিহীনদের বসবাস করার জন্য ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এধরনের আবাসন আরও কয়েকটা থাকলে এলাকার ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা করা যেত।
আবাসনের প্রতিষ্ঠা কালঃ ২০১১ সাল
আবাসনে ব্যারাকের সংখ্যাঃ ১৬ টি
বসবাসকারী পরিবার সংখ্যাঃ ১৬০ টি
আবাসনের নিয়ম-শৃংখলা রক্ষার জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।কমিটির সদস্যগণ হচ্ছেনঃ
ক্রমিক নং | নাম | গ্রাম | পদবী |
১ | মোঃ আব্দুর খাঁ( মুক্তিযোদ্ধা) | নতিডাঙ্গা | সভাপতি |
২ | মোঃ রেজাউল হক | নতিডাঙ্গা | সহ-সভাপতি |
৩ | মোঃ রেজাউল হক | নতিডাঙ্গা | সদস্য |
৪ | মোঃ আঃ রাজ্জাক | নতিডাঙ্গা | সদস্য |
৫ | মোছাঃ হাজেরা খাতুন | নতিডাঙ্গা | সদস্য |
৬ | মোছাঃ আনজিরা খাতুন | নতিডাঙ্গা | সদস্য |
৭ | মোঃ হাফিজুর রহমান | নতিডাঙ্গা | সদস্য |
৮ | মোঃ ছিদ্দিক আলী | নতিডাঙ্গা | সদস্য |
৯ | মোছাঃ পারুলা খাতুন | নতিডাঙ্গা | সদস্য |
১০ | মোছাঃ আনোয়ারা খাতুন | নতিডাঙ্গা | সদস্য |
১১ | মোঃ আবুল হোসেন | নতিডাঙ্গা | সদস্য |
আবাসনে দুইটি কমিউনিটি সেন্টার আছে। উক্ত কমিউনিটি সেন্টার গুলো আবাসনে বসবাসকারী ছেলে মেয়েদের বিবাহসহ যাবতীয় অনুষ্ঠানের কাজে ব্যবহার করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS