জেলে কারাঃ
যারা প্রাকৃতিক জলাশয় যেমনঃ খাল, বিল, নদী, নালা, সাগর, মোহনা, থেকে মাছ ধরে এবং প্রধানতঃ মাছ ধরেই জীবিকা নির্বাহ করে থাকে তারাই জেলে।
আগে জেলে সম্প্রদায়ের কোন তালিকা ছিল না। এ কারণে বাংলাদেশ সরকার জেলেদের তালিকা তৈরি করার জন্য একটি প্রকল্প গ্রহণ করেন।
প্রকল্পের নামঃ জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প
প্রকল্প ব্যয়ঃ ৮৪৫১.৮৮ লক্ষ টাকা।
অর্থের উৎসঃ জিওবি।
প্রকল্পের মেয়াদঃ জানুয়ারী, ২০১২-ডিসেম্বর, ২০১৫ খ্রিঃ
প্রকল্প এলাকাঃ সমগ্র বাংলাদেশ।
প্রকল্পের উদ্দেশ্যঃ
প্রকৃত জেলেদের সনাক্ত করে নিবন্ধনকরণ এবং তাঁদের পরিচয়পত্র প্রদান।
মৎস্য সম্পদের উন্নত ও স্থায়িত্বশীল ব্যবস্থাপনার নিমিত্ত প্রকৃত জেলেদের ডাটাবেইজ প্রণয়ন।
প্রাকৃতিক দূযোর্গে (ঝড়,সাইক্লোন, জলোচ্ছ্বাস) নিহত জেলেদের পরিবারকে এককালীন ৩০,০০০/- টাকা আর্থিক সহায়তা প্রদান।
বাড়াদী ইউনিয়নের জেলে সম্প্রদায়ের ওয়ার্ড ওয়ারী সংখ্যা দেওয়া হলোঃ
ওয়ার্ড নং | সংখ্যা |
১ | ৩ |
২ | ২ |
৩ | ২ |
৪ | ২ |
৫ | ৩ |
৬ | ২ |
৭ | ১ |
৮ | ১ |
৯ | ২ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS