মাসিক সভায় কিছু আলোচ্য সূচি থাকে। উক্ত আলোচ্য সূচী অনুযায়ী আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মাসিক সভার সিদ্ধান্ত সমূহ
ক্রমিক নং | সিদ্ধান্ত সমূহ | বাস্তবায়নে |
১ | গত অধিবেশনের আলোচ্য পাঠান্তে অনুমোদন | চেয়ারম্যান ও সদস্যবর্গ |
২ | কৃষির উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে হবে | উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ |
৩ | বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা ওয়ার্ড ওয়ারী ভাগ করা | চেয়ারম্যান, সদস্যবর্গ ও ইউনিয়ন সমাজকর্মী |
৪ | আইনশৃংখলা পরিস্থিতি সুষ্ঠু রাখা | আইসি, ওসমানপুর-প্রাগপুর পুলিশ ক্যাম্প |
মাসিক সভার সিদ্ধান্ত সমূহ
ক্রমিক নং | সিদ্ধান্ত সমূহ | বাস্তবায়নে |
১ | গত অধিবেশনের আলোচ্য পাঠান্তে অনুমোদন | চেয়ারম্যান ও সদস্যবর্গ |
২ | ভূমি হস্তান্তর কর ১% অর্থে প্রকল্প গ্রহণ কমিটি গঠন ও বাস্তবায়ন প্রসঙ্গে | চেয়ারম্যান ও সদস্যবর্গ |
৩ | ২০১১৩-১৪ অর্থ বছরের জন্য এডিপি কর্মসূচিতে বরাদ্দকৃত অর্থে প্রকল্প গ্রহণ কমিটি গঠন ও বাস্তবায়ন প্রসঙ্গে | চেয়ারম্যান, সদস্যবর্গ ও উপজেলা প্রকৌশলী, এলজিইডি, আলমডাঙ্গা |
৪ | আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা | আইসি, ওসমানপুর-প্রাগপুর পুলিশ ক্যাম্প |
আলোচ্যসূচী অনুযায়ী আলোচনা শেষে কি কাজ করতে হবে? কিভাবে করতে হবে? এটার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এক বা দুই জনের উপর দায়িত্ব অর্পণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS