ক্লাবের নামঃ বাড়াদী কিশোর কিশোরী ক্লাব।
প্রকল্পের শুরুঃ ১৭/৩/২০১২
পরিচালনাঃ মহিলা বিষয়ক অধিদপ্তর।
সভাপতিঃ মোঃ আলতাফ হোসেন।
সদস্য সংখ্যাঃ ৩০ জন।
# মহিলা সদস্য- ২০ জন
# পুরুষ সদস্য- ১০ জন।
কর্মকর্তাঃ
ক্রমিক নং | নাম | পদবী | মোবাইল নং |
১ | আঃ আলিম | পরিদর্শক | ০১৯৬৩১৩৩৬১৩ |
২ | মোছাঃ জুঁথি | প্রশিক্ষক | ০১৯৬৩১৩৩৬১৩ |
দলনেত্রী ও দলনেতাঃ
ক্রমিক নং | নাম | মোবাইল নং |
১ | মোছাঃ আখিঁ খাতুন | ০১৯২৬৫৫৮৩৯৪ |
২ | মোঃ সাইদুর হামিদ | ০১৯২৬৫৫৮৩৯৪ |
দলনেতাদের দায়িত্ব ও কর্তব্যঃ
Øসদস্যদের হাজিরা গ্রহণ করা
Øক্লাব সুষ্ঠুভাবে পরিচালনা করা
Øমা সভার আয়োজন করা
Øক্লাবের সকল রেজিষ্টার আপডেট করা
Øসমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ
Øবাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি
Øবিবিধি
উদ্দেশ্যঃ
vকিশোর কিশোরীদের মানসিকতার পরিবর্তন সাধন
vসমাজের ইতিবাচক কাজে তাদের অংশগ্রহণের সুযোগ সুষ্টি
vভাল কাজে উৎসাহ প্রদান
vবাল্য বিবাহ প্রতিরোধে নিজেদের সক্ষক করে গোড়ে তোলা
vতাদের জ্ঞান বৃদ্ধি
vবিবিধ
ক্লাবের কাজ সমূহঃ
§ বই পড়া
§ খেলা করা
§ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
§ গান, নাচ শেখা
§ সমাজের উন্নয়নমূলক কাজ করা
কিশোর কিশোরী ক্লাবে গল্প, স্বাস্থ্য, নাটক, লেখকের জীবনী, কবিতা, কৃষি, উপন্যাস সহ ১০০ টি বইয়ের একটি ছোট লাইব্রেরী আছে।এছাড়া খেলা করার জন্য ক্যারাম বোর্ড, লুডু, দাবা, বাগাডুলি, ফুটবল, ফেদার বিভিন্ন ধরনের জিনিস আছে।
সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার দুই দিন ক্লাবের সদস্যরা একসাথে হয়। ক্লাবে উপস্থিত হয়ে তারা বই পড়ে, খেলা করে, হারমনি বাজিয়ে গান করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS