সার ডিলার
সার ডিলারের নামঃ মোঃ আনিছুর রহমান জোয়ার্দ্দার।
পিতাঃ-হাজী মোঃ বরকত আলী জোয়ার্দ্দার
সাং-রাধাকান্তপুর
প্রতিষ্ঠানের নামঃমেসার্স জোয়ার্দ্দার ট্রেডার্স।
সার বিতরণকারী গ্রামের সংখ্যাঃ ১৩
তিনি ডিলার শীপ পাওয়ার পর থেকে বাড়াদী ইউনিয়নের সকল গ্রামের অসহায় মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার বৈধভাবে বিক্রিত সার ক্রয় করে মানুষ সফলতার সাথে শষ্য উৎপাদন করছেন। এমনকি তিনি গ্রামের অসহায় মানুষদেরকে বাকীতে সার দিয়ে ফসল উৎপাদন এবং এলাকার উন্নয়নে সহযোগিতা করছেন।
পূর্বতন সাব ডিলার
1. মোঃ আমিরুল ইসলাম, সাং- নতিডাঙ্গা
2. মোঃ আনিছুর সাং- গোপালনগর
3. মোঃ রেজাউল হক, পিতা-মৃতভোলাই, সাং- পোলতাডাঙ্গা।
বর্তমানে সাবডিলার শীপ আর নেই। পূর্বে সাবেক ওয়ার্ড১,২ এবং ৩ নম্বরে তাহারা কর্মরত ছিলেন। তাহারা ডিলারের কাছ থেকে সার নিয়ে এলাকার মানুষের মধ্যে বিতরণ করতেন। তাহাদের মাধ্যমে এলাকার মানুষ হাতের নাগালে শষ্য উৎপাদনের জন্য সার পেতেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS