বাড়াদী ইউনিয়নের বাসিন্দারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন করে।বাড়াদী ইউনিয়নের বিভিন্ন গ্রামে হিন্দু ধর্ম অবল্বীরা পূজা ও মেলার আয়োজন করে। এছাড়া ইসলাম ধর্ম অবল্বীরা ঈদ উপলক্ষে নাচ, গান, নাটক ইত্যাদি মিলিয়ে আনন্দ মেলার আয়োজন করে। তাছাড়া গ্রামে প্রখ্যাত ব্যক্তিদের নিয়ে এসে পালা গানের আয়োজন এবং যাত্রা, ও পথ নাটকের আয়েজন করা হয়। বিভিন্ন ধরনের খেলাধুলা ও আয়োজন করা হয়। এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা নাচ গান করে।ঈদের দিনে বাচ্চারা হাতে মেহেদী লাগানোর জন্য বড়দের কাছে বায়না করে। রাতে বড়রা পিকনিকের আয়োজন করে নাচ গান করে। হিন্দুরা পুজার দিন গুলোতে মেলার আয়োজন করে। বিভন্ন ধরনের দোকান বসে। দোকান গুলোতে মনহারি সামগ্রিসহ বিভিন্ন ধরনের মিষ্টি বিক্রয় করা হয়। ছোট বড় সকলেই মেলায় জিনিস কিনতে আসে।বৈশাখ মাসে বৈশাখি মেলার আয়েজন করা হয়। হিন্দুরা বৈশাখের রাতে পাঠা বলি দেয়। এটাও তাদের জন্য একটি উৎসব এবং এই নিয়ে বিভিন্ন ধরনের বিনোদনের আয়োজন করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS