মোঃ আবু শামা জোয়ার্দ্দার। তিনি একজন সাবেক চেয়ারম্যান। তিনি চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকার মানুষের অনেক উপকার করে গেছেন। শুধু তাই নয় তিনি এখন পযন্ত এলাকার মানুষের দুঃখে পাশে দাড়ান।এলাকার মানুষ তাকে ভালবাসে। তিনি অত্র ইউনিয়নে দুই বার চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন সাধিত করেন।
নিম্নে কিছু প্রখ্যাত ব্যক্তির নাম দেওয়া হলোঃ
১। মোঃ আবুশামা জোয়ার্দ্দার- ২ বারের চেয়ারম্যান।
২। মোঃ মুনছুর আলী - ৩ বার চেয়ারম্যান।
৩। মোঃ মনিরুজ্জামান- ৩ বার চেয়ারম্যান।
৪। মোঃ তবারক হোসেন- ১ বার চেয়ারম্যান।
৫। উপেন্দ্রনাথ - ১ম প্রেসিডেন্ট।
৬। সুলতান মন্ডল- ইউপি ভবনের জমি দাতা।
৭। বাদশা মন্ডল - প্রভাবশালী ব্যক্তি।
৮। খোদা বক্স মোল্লা- কেরু কোম্পানীর কর্মকর্তা।
৯। হারু মন্ডল - প্রখাত জেলে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS