বাড়াদী ইউনিয়নের শতকরা প্রায় ৯০% লোক কৃষি কাজের সাথে জড়িত। কৃষি হতে উৎপাদিত ধানই এখানকার প্রধান ফসল। এছাড়া গম, ভূট্টা, পান, আলু আখ, বিভিন্ন প্রকার শাক-সবজি ইত্যাদি উৎপাদিত হয়। বাড়াদী ইউনিয়নের বিভিন্ন সাপ্তাহিক হাটে নিজেদের জমিতে উৎপাদিত শাক-সবজি বিক্রয় করা হয়। এছাড়া নিজেদের পুকুরে চাষকৃত মাছ বিক্রী করা হয়। তাছাড়া বাড়াদী ইউনিয়নের উৎপাদিত বিভিন্ন ফসল পাঠানো হয়। বাড়াদী ইউনিয়নের প্রতিটি কৃষক পান চাষের উপর আগ্রহী। বাড়াদী ইউনিয়নে একন কোন কৃষক পানবরজ বিহীন কোন কৃষক পাওয়া যাবে কিনা সন্দেহ। এই এলাকা থেকে বিভিন্ন সময় ঢাকাতে পান পাঠানো হয় এবং বাড়াদী ইউনিয়নের উৎপাদিত পান সমস্ত এলাকায় ছড়িয়ে সুনাম অর্জন করে।
বাড়াদী ইউনিয়নে বেশ কিছু প্রজাতির পশু পাখি দেখা যায়ঃ
১। পশুঃ মানুষ গৃহপালিত পশু হিসেবে- ছাগল, ভেড়া, গরু, মহিষ ইত্যাদি পালন করেন।এছাড়া কিছু বন্য প্রাণী দেখা যায়- শিয়াল, বেজি, বন্য বেড়াল,গোসাপ, সাপ ইত্যাদি।
২। পাখিঃ মানুষ গৃহপালিত পাখি হিসেবে- হাঁস,মুরগি, শান্তির প্রতৃক হিসেবে কবুতর ইত্যাদি পালন করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS