নতিডাঙ্গা কাঁচিকাটা
আলমডাঙ্গা বা চুয়াডাঙ্গা হতে বাস যোগে মুন্সিগঞ্জে আসতে হবে। মুন্সিগঞ্জ হতে করিমন যোগে আঠারখাদা গ্রামে যাওয়ার পথে নীলকুঠির অবস্থান।
0
নতিডাঙ্গা মৌজার কাঁচিকাটা গ্রামে নীলকুঠিরটি অবস্থিত।জানা যায় আগে এখানে নীল চাষ করা হতো।যার ফল সূত্রিতে তৈরি হয়েছিল এই নীলকুঠিরটি।এখানে আগে নীল চাষ করার কথা শোনা যায়। কোন কৃষক যদি নীল চাষ করতে অস্কৃতি জানাতো তাহলে তাদেরকে এই নীলকুঠিতে আটকে রাখা হতো। এই নীলকুঠিকতে আটকে কৃষকদের শাস্তি দেওয়া হতো।যার কারণে এই নীলকুঠির স্থাপন করা হয়।
নীলকুঠিরটির কিছু অংশ যুদ্ধের সময় ভেঙ্গে যায়। তখন জমিদার শাসন শেষ হলে কিছু মানুষ নীলকুঠিতে বসবাসের জন্য অবস্থান নেয়। পরবর্তীতে নীলকুঠি ভেঙ্গো তারা বাড়ী-ঘর তৈরি করে। এখন তার চারপাশে তৈরিহয়েছে মানুষের আবাসস্থল। মানুষেরা অজ্ঞতার কারণে এই দর্শনীয় জায়গাটি নষ্ট করে ফেলেছে। এখন পযর্ন্ত নীলকুঠির একটা বিশাল আকৃতির প্রাচীর অবশিষ্ট আছে এবং একটা ছোট যন্ত্রাংশ আছে। নীলকুঠির যে অবশিষ্ট অংশ আছে তা সঠিক রক্ষণাবেক্ষন করা প্রয়োজন। যা সারা জীবন অতীত ইতিহাস বহন করবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস