গ্রামঃ কাঁচিকাটা, ইউপিঃ বাড়াদী, উপজেলাঃ আলমডাঙ্গা, জেলাঃ চুয়াডাঙ্গা।
আলমডাঙ্গা বা চুয়াডাঙ্গা হতে বাস যোগে মুন্সিগঞ্জে আসতে হবে। মুন্সিগঞ্জ হতে করিমন যোগে আঠারখাদা গ্রামে যাওয়ার পথে কাঁচিকাটা হিন্দু পাড়ার মদন মহনের বাড়ীর সামনে শতবর্ষি তেঁতুল গাছের অবস্থান।
0
কাঁচিকাটা হিন্দু পাড়ার মদন মহনের বাড়ীর সামনে শতবর্ষি তেঁতুল গাছের অবস্থান। এই গাছটির বর্তমান বয়স প্রয় ১১০ বছর। গাছটি দেখতে খুব সুন্দর। গাছটির উচ্চতা ১৫০-১৫৫ ফিট। গাছটি এক একর জমির উপর অবস্থিত। তেঁতুলের মৌসুমে এই গাছ হতে প্রায় ৩-৪ মণ তেঁতুল উৎপাদিত হয়। এই গাছের উৎপাদিত তেঁতুল হতে এলাকার চাহিদা পূরণ হয়। যখন গাছে নতুন পাতা গজায় গাছটি দেখলে চোখ ফেরানো যায় না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস