Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কপাট ব্রীজ
স্থান

নতিডাঙ্গা ২নং ওয়ার্ড উত্তর পাশে

কিভাবে যাওয়া যায়

আলমডাঙ্গা বা চুয়াডাঙ্গা হতে বাস যোগে মুন্সিগঞ্জে আসতে হবে। মুন্সিগঞ্জ হতে করিমন যোগে নতিডাঙ্গা গ্রামে আসার পর নতিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে পায়ে হেটে যেতে হয়।

যোগাযোগ

0

বিস্তারিত

বাড়াদী ইউনিয়নকে বন্যার হাত থেকে রক্ষার জন্য কপাট ব্রীজটি কাজ করে। বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা ২নং ওয়ার্ডে কপাট ব্রীজটির অবস্থান। বৃষ্টির পানি নবগঙ্গা খালের মাধ্যমে কপাট ব্রীজ দিয়ে মাথাভাঙ্গা নদীতে গিয়ে পড়ে। নদীর পানি বৃদ্ধি পেলে নদীর পানিতে যাতে এলাকায় বন্যায় প্লাবিত না হয় তার হাত থেকে ও রক্ষা করে। মাথাভাঙ্গা নদীর পানি যখন কমে তখন কপাট ব্রীজ দিয়ে পানি মাথাভাঙ্গা নদীতে নামতে শুরু করে। এটা একটা মনোরম দৃশ্য। এ সময় কপাট ব্রীজ দিয়ে যে গতিতে পানি নদীতে পতিত হয় তার মাধ্যমে বিদ্যুত উৎপাদন করা যেতে পারে।