Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে বাড়াদী ইউনিয়ন পরিষদ

 

ইউনিয়ন পরিষদের নামঃ ৪নং বাড়াদী ইউনিয়ন পরিষদ

    অবস্থানঃ আঠারখাদা, উপজেলাঃ আলমডাঙ্গা, জেলাঃ চুয়াডাঙ্গা

ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাকালঃ ১৯৫৮।

 

ইউনিয়ন কোর্ডঃ ১৫।

 

ইউনিয়ন পরিষদের সংক্ষিপ্ত পরিচিতিঃ

 

কালের স্বাক্ষী বহনকারী মাথাভাঙ্গা নদীরতীরে গড়ে  উঠা আলমডাঙ্গা উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো বাড়াদী ইউনিয়ন । কাল পরিক্রমায় বাড়াদী ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।বাড়াদী ইউনিয়নের অনেক গ্রামকে মাথাভাঙ্গা নদী ছুয়ে গেছে। বাড়াদী ইউনিয়নকে জেহালা, ভাংবাড়ীয়া, কুমারী, গাংনী, হারদী, খাদিমপুর মিলে ঘিরে আছে।

 

ক) নাম – ৪নং বাড়াদী ইউনিয়ন পরিষদ।

 

খ) আয়তন ৮.৪৩(বর্গ কিঃ মিঃ)

 

গ) লোকসংখ্যা – ২১৩৭০জন (প্রায়) (২০১১ সালের জন্ম নিবন্ধন অনুযায়ী)

 

ঘ) মোট ভোটার সংখ্যা- ১২৪৯০ জন পুরুষ-৬১৫৪ জন মহিলা-৬৩৩৬ জন

 

ঙ) গ্রামের সংখ্যা – ১৩টি।

 

চ) মৌজার সংখ্যা – ১০টি।

 

ছ) হাট/বাজার সংখ্যা -০৯টি।

 

জ) মসজিদঃ ১৪ টি,

 

ঝ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ইঞ্জিন চালিত যানবহন/বাইসাইকেল।

 

ঞ) শিক্ষার হার – ৫৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

 

    ক) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫টি,

 

    খ) বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,

    

    গ) উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,

 

    ঘ) মাদ্রাসা- ৩টি।

 

ট) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ তবারক হোসেন

 

ঠ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ………..টি।

 

ড) ঐতিহাসিক/পর্যটন স্থান – নীলকুঠির ভাঙ্গা প্রাচীর।

 

ঢ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/১৯৫৮ ইং।(পুরাতন ভবন)

 

 

ণ) নব গঠিত পরিষদের বিবরণ –

 

                     ১) শপথ গ্রহণের তারিখ – ১০/০১/২০২২ইং

 

                     ২) প্রথম সভার তারিখ – ১৮/০১/২০২২

 

                     ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৭/০১/২০২৭

 

ত) গ্রাম সমূহের নাম –

 

             নতিডাঙ্গা          কাঁচিকাটা               গোয়ালবাড়ী              

                     রাঁধাকান্তপুর            গোপালনগর              অনুপনগর          

            আঠারখাদা       পোলতাডাঙ্গা             কাঁটাভাঙ্গা     

                     এনায়েতপুর        চারা  বাড়াদী            বাড়াদী

                                           আনন্দবাস           

 

থ) ইউনিয়ন পরিষদ জনবল –

 

               ১) নির্বাচিত চেয়ারম্যান - ১ জন।

 

               ২) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।

 

               ৩) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

 

              ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ –৯জন , দফাদর -১ জন।

 

              ৫) গ্রাম আদালত সহকারী -  নাই।

 

              ৬) উদ্দ্যোক্তা  - ২ জন।

 

 

দ) ওয়ার্ড ওয়ারী গ্রামের সমূহঃ

 

             ক) ১ নং ওয়ার্ডঃ  নতিডাঙ্গা( আংশিক)।

 

             খ)  ২নং ওয়ার্ডঃ নতিডাঙ্গা( আংশিক), কাঁচিকাটা।

 

             গ) ৩নং ওয়ার্ডঃ গোয়ালবাড়ী, রাধাকান্তপুর, গোপালনগর।

 

             ঘ) ৪নং ওয়ার্ডঃ অনুপনগর।

 

             ঙ) ৫নং ওয়ার্ডঃ আঠারখাদা।

 

             চ) ৬নং ওয়ার্ডঃ পোলতাডাঙ্গা( আংশিক)।

 

             ছ) ৭নং ওয়ার্ডঃ পোলতাডাঙ্গা (আংশিক), কাঁটাভাঙ্গা।

 

             জ) ৮নং ওয়ার্ডঃ এনায়েতপুর, চারাবাড়াদী।

 

             ঝ) ৯নং ওয়ার্ডঃ বাড়াদী, আনন্দবাস।

ধ) মোট বাড়ী সংখ্যাঃ ৫৯২০।

 

                    ক) পাকা বাড়ীঃ ৩১০০।

 

                     খ) আধাপাকা বাড়ীঃ ১১২০।

 

                     গ) কাঁচা বাড়ীঃ ১৭০০।

 

ন) নলকুপ সংখ্যাঃ ৫৫৮০।

 

                ক) আর্সেনিক মুক্তঃ ১৪২২।

 

                খ) আর্সেনিক যুক্তঃ ৪১৫৮।

 

প) গভীর নলকুপঃ ১৫০ টি।

 

ফ)স্যানিটেশন পদ্ধতিঃ ৮৫%

 

ব) যোগাযোগঃ মোট রাস্তা -৪৩ কিঃমিঃ, পাকা-১২ কিঃমিঃ, আধা পাকা-১০ কিঃমিঃ, কাঁচা-২১ কিঃমিঃ, ব্রীজ -৫টি,কালভার্ট-৪০ টি।

 

ভ) কৃষি সংক্রান্তঃ মোট জমির পরিমান -২১০০ হেঃ, মোট আবাদী জমির পরিমান -১৪০০ হেঃ, অনাবাদী জমির পরিমান - ৭০০ হেঃ,

    

ম) অর্থকরী ফসলঃধান, ইক্ষু, পান, তামাক, পাট, ভূট্টা, গম, সরিষা, কলা, সবজি ও ডাল জাতীয় ফসল।

 

য) শিল্প প্রতিষ্ঠান সংক্রান্তঃ বৃহৎ ও মাঝারী শিল্প নাই, ক্ষুদ্র শিল্প  -৫টি। (‘স’ মিল-১টি, রাইস মিল-৪টি, ইট ভাটা-১টি,ইক্ষু ক্রয় কেন্দ্র -১), কুটির শিল্পঃ বাঁশ বেত,চামড়ার কাজ ও মিষ্টি তৈরীর কাজ করেন প্রায় ১০০টি পরিবার।

 

র) হাটবাজার সংক্রান্তঃমোট বাজারের সংখ্যা -৭টি, নিবন্ধনকৃত -৩টি, অনিবন্ধনকৃত -৪টি।

 

ল) মোট খোয়াড়ের সংখ্যাঃ  ৯টি।    

                   

স) নদী - জলাশয় সংক্রান্তঃনদী-১টি (মাথাভাঙ্গা) খাল -৩টি, বিল -২টি, পুকুর -১৫২টি, ডোবা-৩০০টি। খেয়াঘাটঃ ৪টি।

 

হ) সমাজ সেবা সংক্রান্তঃ

      ক) বয়স্ক ভাতাভোগীর সংখ্যাঃ- ৫৭৪ টি,                খ) বিধাব/স্বামী পরিত্যাক্তা ভাতাভোগীর সংখ্যাঃ- ৪২০ টি,

 

গ) অস্বচছল প্রতিবন্ধি ভাতাভোগীর সংখ্যাঃ- ৬০ টি, ঘ)মুক্তিযোদ্ধা সন্মানী ভাতাভোগীর সংখ্যাঃ- ৩০ টি,  

     

     ঙ) প্রতিবন্ধি শিক্ষা উপবৃত্তিঃ- ০৪টি,                        চ) ক্ষুদ্র ঋণ কার্য্যক্রম (৯টি গ্রাম): - ১০০০টি    

                   

     ছ) নিবন্ধীত বেসঃ এতিমখানাঃ- ২টি,                      জ) স্বেচছাসেবী প্রতিষ্ঠানঃ-৪টি।

 

ড়) ধর্মীয় প্রতিষ্ঠানঃমসজিদের সংখ্যা -১৪টি, মক্তবের সংখ্যা -নাই, ঈদগাহ -১২টি, কবস্থান -১৩টি, মন্দির -০১টি, মহাশ্মশান -০২টি।

 

ঢ়) বিবিধঃ পুলিশ ক্যাম্প -০১টি, ব্যাংক - ০১টি (অগ্রনী ব্যাংক লিঃ), কর্মরত এনজিও’র সংখ্যা -১০টি, মোবাইল টাওয়ার-০২টি।

 

      ভি,জি,ডি কার্ড সংখ্যাঃ ৮৩ টি।